যানজটে নাকাল নওগাঁ শহরবাসী
যানজটের নগরী বললেই রাজধানী ঢাকার নাম আসে প্রথম ভাবনাতেই। এই শহরের বাসিন্দাদের প্রতিনিয়ত মোকাবিলা করতে হয় অসহনীয় এই যানজট। তবে উত্তরের জেলা নওগাঁ শহরেও এখন বাসিন্দাদের সকাল শুরু হয় যানজটে। সেই যানজট চলমান থাকে গভীর রাত পর্যন্ত। তীব্র যানজটে নাকাল শহরবাসী ও পথচারী। স্থানীয়দের অভিযোগ,…